চিতলমারীতে তারুণ্য উৎসব-২৫, ফুটবল টুর্নামেন্ট বিজয়ীদের পুরস্কার বিতরণ।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে, উপদেষ্টা কার্যালয় সার্বিক তত্ত্বাবধানে, উপজেলা প্রশাসনে সহযোগিতায়, তারুণ্যের উৎসব-২০২৫ এর ফুটবল টুর্নামেন্ট বাগেরহাটের  চিতলমারীতে উপজেলার ৭টি ইউনিয়নের দল অংশগ্রহণ করেন। মঙ্গলবার (২১জানুয়ারি)সকাল ১০টায় উপজেলা একে ফাইজুল হক প্রাথমিক বিদ্যালয়ে মাঠে। অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন তাপস পাল উপজেলা নির্বাহী অফিসার। এ সময় উপস্থিত উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সিফাত আল মারুফ, মেডিকেল অফিসার ডাঃ আল আমিন, থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদাত হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ হাফিজুর রহমান, উপজেলা প্রকৌশল অধিদপ্তর অফিসে হিসাব রক্ষক আবুল বাসার ঢালী,উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীদ কুমার ভৌমিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জেলা কমিটির যুগ্ম আহবায়ক রহমত শেখ, যুগ্ম সদস্য সচিব হাসান শেখ, সাংগঠনিক শিহাব মুন্সি উপজেলা ৭ইউনিয়নে সচিবসহ আরও অনেকে। পরে বিজয়ী দলকে পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের সঞ্চালনা করেন  সদস্য সচিব ও উপজেলা যুব উন্নয়ন অফিসার শেখ মোঃ আজগর আলী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *