উপজেলা শিক্ষা অফিস আয়োজিত বাগেরহাটের চিতলমারীতে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১জুলাই) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে উপজেলা শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয় এবং স্বাগত বক্তব্য মধ্যদিয়ে শুভসূচনা করা হয়। এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চিতলমারী নবনির্বাচিত উপজেলার পরিষদ চেয়ারম্যান আবুজাফর মোঃ আলমগীর হোসেন সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজী আজমীর আলী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার দেবনাথ, প্রভাত হালদার, শংকর বিশ্বাস, মোঃ মনিরুজ্জামান, এসো শিখি কো-অর্ডিনেটর গোলাম মোস্তফা, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সমিতির সভাপতি মুকুল কিশোর মজুমদার, চিতলমারী বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষক পরিষদ সভাপতি মোঃ এমরানুজ্জামান শেখ প্রমুখ। এ সভায় ১১১জন প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন। সভাটি পরিচালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মানস কুমার তালুকদার।
Related Posts
কক্সবাজারে ১৮’শ পিস ইয়াবাসহ আটক দুই
কক্সবাজার-টেকনাফ সড়কের কক্সবাজার বেতারের সামনে অভিযান চালিয়ে ১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা। গতকাল (২৬ জুন) শুক্রবার সন্ধ্যায় তাদের আটক করে শনিবার সকালে কক্সবাজার মডেল থানা পুলিশের কাছে তুলে দেওয়া হয় বলে র্যাব-১৫ জানিয়েছেন। আটককৃতরা হলেন, নড়াইল জেলার লোহাগড়া থানার মলিকপুর ইউনিয়নের মৃত মজিদ মল্লিকের ছেলে মোহাম্মদ মিন্টু […]
সরকারি এম. এম কলেজে আন্তর্জাতিক মানের সেমিনার আয়োজন করেছে ইতিহাস বিভাগ
প্যালেস্টাইন-ইসরাইল দ্বন্দ্বের উৎস অনুসন্ধান বিষয়ক প্রবন্ধ নিয়ে আন্তর্জাতিক মানের সেমিনার আয়োজন করেছে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের ইতিহাস বিভাগ। আন্তর্জাতিক মানের সেমিনার সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা ও প্যালেস্টাইন-ইসরাইল দ্বন্দ্বের সূত্রপাত কীভাবে হয়, সে সম্পর্কে শিক্ষার্থীদের অবগত করানোর জন্য বিভাগটি আয়োজন করে এই বিশেষ সেমিনার। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে একাডেমিক ভবনের ইতিহাস বিভাগের স্মাটক্লাসরুমে এ সেমিনার অনুষ্ঠিত […]
হরিরামপুরের প্রতারক আরিফুলের খপ্পরে অসংখ্য পরিবার
মানিকগঞ্জের হরিরামপুরের গলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা মো. ছানা ফকির এর ছেলে আরিফুল হক নামের এক প্রতারকের খপ্পরে পড়ে গভীর নলকূপ প্রত্যাশী বেশকিছু পরিবার প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। প্রতারণার শিকার এসব পরিবারের অভিযোগ আরিফুল স্থানীয় আওয়ামী লীগের নেতাদের নাম ভাঙ্গিয়ে বিশুদ্ধ পানির অভাবে থাকা বেশ কিছু পরিবারকে গভীর নলকূপ স্থাপন করে দেয়ার আশ্বাস […]