“প্রাণিসম্পদে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে প্রাণিসম্পদ প্রদর্শণী-২০২৪ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা প্রণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল ক্যাম্পাসে এ প্রদর্শণীর আয়োজন করা হয়।চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ বাবুল হোসেন খান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোঃ সিফাত আল মারুফ, মহিলা বিষয়ক অফিসার মোঃ হাফিজুর রহমান, সমাজ সেবা অফিসার মোঃ সোহেল পারভেজ, যুব উন্নয়ন অফিসার মোঃ সোহরাব হোসেন, প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার মোঃ মাহাবুব আলম প্রমুখ। প্রদর্শনীতে আগত পশু-পাখী খামারীদের মাঝে সনদ ও পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আহমেদ ইকবাল। প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ে সহযোগিতায়, বাস্তবায়নে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চিতলমারী।