উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত বাগেরহাটের চিতলমারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সন্ত্রাসী গোষ্ঠী আওয়ামীলীগ এর গণহত্যার শিকার চিতলমারীর কৃতি সন্তান বীর শহীদ জসিম ফকির ও বীর শহীদ সাব্বির মল্লিক এর মৃত্যুতে গভীর শ্রদ্ধাঞ্জলি ও শোক র্যালি হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা শহীদ মিনার চত্বরে আলোচনা, ও শোক র্যালি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মোড়ে শেষ হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নেতা এ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু,উপজেলা বিএনপির আহবায়ক মোমিনুল হক টুলু বিশ্বাস, সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডা, শরিফুল ইসলাম অপু তালুকদার সহ আরও অনেকে।