চিত্রা খালের পাশে নির্মিত বাগেরহাটের চিতলমারী উপজেলার দুর্গাপুর গ্রামে অবস্থিত শত বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী সার্বজনীন শিব মন্দির টি (মঠ) অর্থাভাবে বিলীন হবার পথে। সরেজমিন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,চিতলমারী উপজেলার একমাত্র প্রাচীন শিব মন্দির এটি। এই মন্দির ১৯৩০ সালে মহিমা চন্দ্র হুই নির্মান করেন। মন্দির টি খালের পাড়ে নির্মিত হওয়ার, অতি বৃষ্টি ও স্রোতের কারণে, পেছনের উত্তর দিকটা, মাটি সম্পূর্ণ খালে মধ্যে বিলীন হয়ে মিছে গেছে। যে কোন সময় এই মন্দিরটি তার অস্তিত্ব হারিয়ে যেতে পারে। মন্দিরে সভাপতি রাহুল ঘোষ সাংবাদিকদের জানান,বিগত আওয়ামী লীগ শাসনামলে উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পীযুষ কান্তি রায় এর মাধ্যমে সরকারি ভাবে যে সাহায্য পেয়েছি, তা দিয়ে মন্দিরে আংশিক কাজ হয়েছে।পিছনে দিকে পাইলিং বসিয়ে মেরামত করতে আরো সাহায্যে প্রয়োজন। মন্দির কমিটির সাধারণ সম্পাদক সৌরভ সিংহ বলেন, এটি আমাদের উপজেলা একমাত্র প্রাচীন মন্দির। এই মন্দিরটি মঠ নামে ইতিহাসের পাতায় লেখা আছে এবং মঠ নামে পরিচিত। এখানে পূজার সময় শত শত ভক্ত বৃন্দের আগমন ঘটে। মন্দিরটি অস্তিত্ব ধরে রাখতে, দ্রুত পাইলিং করা জরুরি হয়ে পড়েছে। এ বিষয় এলাকাবাসী উদ্ধতন কর্তৃপক্ষের কাছে সাহায্য কামনা করছেন।
চিতলমারীতে বিলীন হবার পথে, একমাত্র প্রাচীন শিব মন্দির!
