“শেখ হাসিনার বারতা নারী পুরুষের সমতা” এই প্রতি পাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে বিশ্ব “মা’ দিবস ২০২৪ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার(১২মে) বিকাল ৩.৩০ মিনিটে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর মিলনায়তনে এক আলোচনা সভা আয়োজন করা হয়।
সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বাগত বক্তব্যে মধ্য দিয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে।এ সভায় সভাপতি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) বেদবতী মিস্ত্রি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ সোহেল পারভেজ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমবায় অফিসার মো সাইফুল ইসলাম, উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান অফিসার জনি সরকার, উপজেলা তথ্য আপা কর্মকর্তা মুর্শিদা আক্তার প্রমুখ।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজনে ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।