চিতলমারীতে ভাগবত পাঠের আয়োজন।

বাগেরহাটের চিতলমারীতে স্বর্গীয় পিতামহ বসন্ত কুমার ঘোষ ও স্বর্গীয় পিতৃদেব বিপদভঞ্জন ঘোষ ও মাতৃদেবী প্রিয় বালা ঘোষের বিদেহী আত্মার শান্তি কামনা ও বিশ্ব জননীর সকল সন্তানের এবং বাংলাদেশের সকল সনাতনী কৃষ্ণ ভক্তদের কল্যান ও শান্তি কামনায় এক ভাগবত পাঠের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০জানুয়ারি)রাত ৮টায় উপজেলা শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির (আখড়া বাড়ি) চত্বরে ভাগবত পাঠ করবেন দক্ষিণ বঙ্গের স্বনামধন্য বিদগ্ধ ভাগবত ও বিশারদ শুদ্ধ ভক্ত প্রবর কৃষ্ণ কৃপা মুর্তি শ্রীল বিল্ব মঙ্গল দেবনাথ (দাস জী)। অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতা করবেন মন্দিরের সকল ভক্তবৃন্দ।চিতলমারী বাজারে সেবা ফার্মেসী মালিক নিতাই ঘোষ জানান, এই অনুষ্ঠানে হাজার হাজার ভক্ত আগমন ঘটবে। আমাদের প্রস্তুতি প্রায় শেষে দিকে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *