বাগেরহাটে চিতলমারী উপজেলা কাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১২মে) বিকাল ৫টায় সন্তোষপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি রসুল মাঝির সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চিতলমারী উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সিনিয়র আওয়ামীলীগ সহ-সভাপতি বাদশাহ মিয়া, উপজেলা শ্রমিকলীগ সভাপতি শেখ আতিয়ার রহমান, উপজেলা আওয়ামী যুবলীগ আহবায়ক শেখ নজরুল ইসলাম, সন্তোষপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হরেন্দ্রনাথ সিকদার, সহসভাপতি মল্লিক রেজাউল করিম, উপজেলা ছাত্রলীগ সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সি প্রমুখ।
সভা পরিচালনা করেন সন্তোষপুর ইউনিয়ন আওয়ামীলীগ প্রচার সম্পাদক লিটন মন্ডল।