চিতলমারীতে শহীদ বুদ্ধিজীবি ও বিজয় দিবসের প্রস্তুতি সভা 

উপজেলা প্রশাসনের আয়োজনে বাগেরহাটের চিতলমারীতে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে এ সভায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,থানা অফিসার ইনচার্জ এসএম শাহাদাত হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সিফাত আল মারুফ, সিনিয়র মৎস্য অফিসার শেখ আসাদুল্লাহ, মেডিকেল অফিসার ডাঃ এমআর ফরাজী, উপজেলা প্রকৌশলী অফিসার ইঞ্জিনিয়ার মোঃ সাদ্দাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুতালেব, উপজেলা বিএনপির আহবায়ক মমিনুল হক টুলু বিশ্বাস,চিতলমারী প্রেসক্লাব সভাপতি মোঃ একরামুল হক মুন্সি, উপজেলা জামায়াত ইসলামী আমির মাওলানা মনিরুজ্জামান, উপজেলা  ইসলামি আন্দোদলে সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা সাবেক কৃষক দল সভাপতি মোঃ বাদশা মুন্সি,উপজেলা বিএনপি নেতা ও বাজার কমিটির সভাপতি  সোয়েব গাজী, প্রভাষক রনজিত কুমার রায়, শিক্ষক নির্মল কুমার শিকদারসহ আরও অনেকে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *