চিতলমারীতে ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫।

স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে বাগেরহাটে চিতলমারী উপজেলার ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর  উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি, ২০২৫) সকাল ১০টায় এ কে ফয়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে ২দিন ব্যপী ব্যাডমিন্টন, ক্রিকেট ও ভলিবল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোসাঃ কামরুন্নাহার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চিতলমারী উপজেলা বিএনপির আহবায়ক মমিনুল হক টুলু বিশ্বাস, মেডিকেল অফিসার ডাঃ আল আমিন, এলজিইডি প্রকৌশলী কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন চিতলমারী এসএম সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাপস কুমার খান, দাখিল মাদ্রাসা সুপার মাওলানা ইদ্রিস আলী, মৎস্যজীবি সমিতির আহবায়ক শোয়েব গাজী, জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুগ্ম আহবায়ক রহমত শেখ, যুগ্ম সদস্য সচিব হাসান শেখ, মুখ্য সংগঠক সিহাব হাসানসহ ৩২টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ৭টি মাদ্রাসার সুপারগন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *