চিতলমারীতে ৭ হাজার নারিকেল চারা বিতরণ

বাগেরহাটের চিতলমারীতে ২০২৩-২৪ অর্থ বছরে দেশি জাতের নারিকেল চারা আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনো কর্মসূচীর আওতায় ১৪শ মানুষকে ৭ হাজার চারা প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন। মঙ্গলবার(২৫ জুন) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে এই চারা প্রদান করা হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সিফাত আল মারুফ জানান, জনপ্রতি ৫টি করে গাছের চারা দেয়া হয়। এর মধ্যে ইউনিয়ন ভিত্তিক বড়বাড়িয়ায় ২৫৮টি, কলাতলায়১৭০টি, হিজলায়১৭০টি, শিবপুর ১৩৮টি, চিতলমারী ৩২৬টি, চরবানিয়ারীয় ২০০টি এবং সন্তোষপুর ১৩৮টি জনকে প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ হাবিবুর রহমান, উপজেলা প্রেসক্লাব চিতলমারী সাধারণ সম্পাদক অরুণ কুমার সরকার প্রমুখ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *