সন্ত্রাস, নৈরাজ্য প্রতিহত করতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরের চৌগাছায় ‘অবস্থান কর্মসূচি’ পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বুধবার (১৪ আগষ্ট) সকাল থেকে শহরের বিজয় চত্ত্বর ও যশোর বাসস্ট্যান্ডে খণ্ড খণ্ড মিছিল নিয়ে পৃথক দুই জায়গায় অবস্থান নিতে থাকেন নেতাকর্মীরা। দুপুর পর্যন্ত কর্মসূচিতে অংশ নেন সহস্রাধিক নেতাকর্মী। এসময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠে কর্মসূচি প্রাঙ্গন।
পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আউলিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম। পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক হাফিজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক ইউনুচ আলী দফাদার, যুগ্ম-আহবায়ক ও পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, পৌর বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হালিম চঞ্চল ও উপজেলা বিএনপি নেতা শরিফুল ইসলাম বক্তব্য রাখেন। এসময় পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান, যুব বিষয়ক সম্পাদক তৌহিদূর রহমান উজ্জ্বল, পাশাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি ড. জহুরুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুল হোসেন, যুগ্ম-আহবায়ক ইঞ্জিনিয়ার রাজু আহমেদ, সদস্য কামরুল ইসলাম, সদস্য এম ইলিয়াস আলী, উপজেলা কৃষকদলের সভাপতি আজগর আলী, সাধারন সম্পাদক শাহিনুর রহমান, জেলা ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক বিএম বাবু, আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা ছাত্রদল নেতা মাজিদুল ইসলাম ইমরান হোসেন, পৌর ছাত্রদল নেতা শিহাব, হাসিব প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে একই সময়ে শহরের যশোর বাসস্ট্যান্ডে আরেকটি অবস্থান কর্মসূচি পালন করে উপজেলা বিএনপির অপর অংশ। সেখানে উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এম এ সালাম। পৌর যুবদলের সদস্য সচিব সালাউদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সভাপতি এম এ মান্নান, জগদীশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাডভোকেট আলিবুদ্দীন খান, সাবেক সাধারন সম্পাদক আব্দুল লতিফ লতা, নারায়নপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তরিকুল ইসলাম ডাবলু, উপজেলা ছাত্রদল নেতা ইমন হাসান রকি, হাকিম রেজা, মেহেরান হাসান জিতু প্রমুখ।
কর্মসূচি থেকে সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে নেতাকর্মীদের নিজ নিজ জায়গা থেকে কাজ করা আহ্বান জানানো হয়। এসময় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার প্রতিবাদ জানিয়ে শেখ হাসিনাসহ জড়িতদের সর্বোচ্চ বিচারের দাবি করেন নেতাকর্মীরা।