যশোরের চৌগাছার মর্জাদ বাওড়ে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার জগদীশপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে পহেলা বৈশাখ উপলক্ষে প্রতিবছরের ন্যায় এই নৌকারবাইচের আয়োজন করেন মির্জাপুর যুব সংঘ ক্লাব। অনুষ্ঠানে ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন ৮৬ যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সাংসদ ডা. তৌহিদুজ্জামান তুহিন। মান্দারবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কাদেরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী। নৌকাবাইচ প্রতিযেগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডাঃ তৌহিদুজ্জামান তুহিন। এবার বিজয়ীদের মাঝে উপহার হিসবে নগদ অর্থ পুরষ্কার দেওয়া হয়েছে।
এদিন সকাল থেকেই বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করতে নদীর দুই পাড়ে জড়ো হয়। শিশু, কিশোর, নারী-পুরুষসহ সব শ্রেণি-পেশার মানুষের সরব উপস্থিতিতে নদীর দুই ধার উপচে পড়ে। বিকেল ৪টার দিকে নৌকাবাইচ প্রতিযোগিতা শুরু হয়। নৌকাবাইচ উপলক্ষে নদের দুই পাড়ে বসেছে মেলা। মেলায় উঠেছে হরেক রকমের খেলনা ও বিভিন্ন ধরনের মিষ্টি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, ধুলিয়ানী ইউপি চেয়ারম্যান এস এম মমিনুর রহমান, কালিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমান, সহকারী শিক্ষা কর্মকর্তা মাজিদুর রহমান, মাষ্টার মোস্তফা তৌহিদুজ্জামান, এবিসিডি কলেজের প্রভাষক আব্দুল মাজিদ, জগদীশপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক তাশিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় ১৮টি সুসজ্জিত বাইচের নৌকা অংশ নেয়। ৬ জনবিশিষ্ট দলে প্রতিযোগিতায় ১ম পুরষ্কার হিসেবে পরিতোষ বাবুর দলকে নগদ ২০ হাজার, ২য় পুরষ্কার হিসেবে রবিনের দলকে ১৫ হাজার ও ৩য় পুরষ্কার হিসেবে বিপুল বিশ্বাসের দলকে ১০হাজার টাকা উপহার দেওয়া হয়েছে। এছাড়া প্রত্যেক অংশগ্রহণকারী দলকে নগদ ১ হাজার টাকা প্রদান করা হয়েছে। নৌকাবাইচের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রবাসী সাহেব আলী।