যশোরের সীমান্ত উপজেলা চৌগাছায় বিষধর সাপের কামড়ে ববিতা খাতুন (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (২৮ এপ্রিল) সকাল ৮টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শুভাশিস রায় বিষয়টি নিশ্চিত করেন। নিহত ববিতা খাতুন উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের জেমস বিশ্বাসের স্ত্রী।
নিহতের স্বামী জেমস বিশ্বাস বলেন, ‘প্রতিদিনের মতো স্ত্রী-সন্তান নিয়ে ঘরের ভেতরে ঘুমিয়ে ছিলাম। ভোর ৪টার দিকে একটি বিষধর সাপ আমার স্ত্রী ববিতার ডান হাতে দংশন করে। বুঝতে পেরে তাৎক্ষণিক ববিতাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠাতে বলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে ববিতার মৃত্যু হয়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শুভাশিস রায় বলেন, সাপের কামড়ের রোগী ববিতা খাতুনকে ৬টা ২৬ মিনিটে ভর্তি করে তৃতীয় তলায় মহিলা মেডিসিন ওয়ার্ডে পাঠাই। সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লাশ বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।