ছাত্র অধিকার পরিষদ ঝিনাইদহ জেলা শাখার আগামী ১ বছরের জন্য ৫৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। রবিবার ২ ফেব্রুয়ারি ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক মোঃ রিহান হোসেন রায়হানের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও নবগঠিত কমিটির অন্যান্যদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি সজীব আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান মামুন, দপ্তর সম্পাদক শামীম আহমেদ, জুলাই-আগস্ট গণ অভ্যুত্থান বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুর রহমানের নাম উল্লেখ করা হয়েছে।
ছাত্র অধিকার পরিষদ ঝিনাইদহ জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক মোঃ রিহান হোসেন রায়হান বলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক আমাদেরকে যে মহান দায়িত্ব প্রদান করেছেন আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় সে দায়িত্ব পালনে সচেষ্ট থাকবো। সেইসাথে শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবি সমূহের সাথে একাত্মতা ঘোষণা করার প্রত্যয় ব্যক্ত করেন।