জয়পুরহাট কারাগার থেকে ১৫ বন্দীর মুক্তি
করোনাভাইরাসের কারণে বর্তমান পরিস্থিতিতে সংক্রমণ রোধে বাংলাদেশ সরকার স্বল্প সাজাপ্রাপ্ত বিভিন্ন আসামীর মুক্তির সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় জয়পুরহাটে বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ১৫ জন বন্দীকে মুক্তি দিয়েছে জয়পুরহাট কারাগার কর্তৃপক্ষ। এদের প্রত্যেকেই সর্বোচ্চ এক বছরের কারাদণ্ডে দণ্ডিত ছিলেন।
রবিবার (১০ মে) সন্ধ্যায় জয়পুরহাট জেল সুপার কাওয়ালিন নাহার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জয়পুরহাটে সর্বোচ্চ এক বছরের ভেতর সাজাপ্রাপ্ত ৩৫ জন আসামীর তালিকা পাঠানো হয়েছিল। এর মধ্যে এ পর্যন্ত ৩য় ধাপে ১৫ জন বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে।