ঝিকরগাছায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

যশোরের ঝিকরগাছা পৌরসভার ১ নং ওয়ার্ড কাটাখাল গ্রামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত নাজমুল ওরফে টাইগার (৩৬) উক্ত গ্রামের বজলুর রহমানের পুত্র।

নাজমুল ওরফে টাইগার এর পিতা বজলুর রহমান বলেন, ঘটনার দিন অর্থাৎ শনিবার (১৭ আগষ্ট) দুপুর বেলা তার ছেলে বাড়ি এসে আমার সাথে ভাত খাবে এই কথা তার মাকে বলে ঘরের দরজা বন্ধ করে দেয়। আমি বেলা ৩টার দিকে বাড়ি এসে নাজমুল কে ডাকি কিন্তু সে কোনো সাড়া না দিলে তার মা দরজার ফাঁক দিয়ে উঁকি দিয়ে নাজমুলকে ঘরের আড়ায় ঝুলে থাকতে দেখে জোরে চিৎকার করে ওঠে। এসময় আমরা দুজন মিলে ঘরের দরজা ভেঙে ছেলেকে নামায়। খোঁজ নিয়ে জানা যায় নাজমুল এর স্ত্রী ও দুই ছেলে আসিফ (১৭) এবং রাকিব (১৪) চুয়াডাঙ্গায় তার নানা বাড়িতে থাকে। নাজমুলও দীর্ঘদিন সেখানে ছিলো। ৩ বছর পূর্বে সেখান থেকে সে ঝিকরগাছায় চলে আসে। তার স্ত্রী ও ছেলেরা তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। এতে সে ডিপ্রেশনে ভুগছিল। তাছাড়া তার হাতে কোনো কাজও ছিলোনা। এসমস্ত কারনে সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ঝিকরগাছা থানার এস আই খালেদুর রহমান বলেন, নাজমুলের আত্মহত্যার খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে নিয়ে এসেছি। নিহতের স্ত্রী আসলে লাশের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *