ঝিকরগাছার শংকরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও রাস্তা দখলমুক্তির দাবিতে মানববন্ধন

বাগআঁচড়া-বাঁকড়া সড়কের ঝিকরগাছা শংকরপুর ফেরীঘাট বাজারের দু’ধারে প্রায় এক কিলোমিটার রাস্তার জমি দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রাস্তা প্রশস্ত করার দাবিতে মানববন্ধন করেছে বাজার, মসজিদ কমিটি ও এলাকাবাসী। সোমবার (২০ জানুয়ারী) বিকালে বাজারের ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণের অংশগ্রহণে শংকরপুর ফেরীঘাটে নবনির্মিত ব্রীজের উপর এ মানববন্ধন পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বিগত দেড় দশকে এ অঞ্চলের প্রায় সবকটি সড়ক দখল করে বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে। দখলবাজি করে অনেকেই লাখ লাখ টাকা কামিয়েছেন। আর দুর্ভোগে পড়েছেন জনগণ । এসব রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করতো নির্বিগ্নে। কিন্ত রাস্তা গুলো দখল হয়ে পড়ায় সাধারন মানুষ চলাচল হয়ে পড়েছে কষ্টসাধ্য।আগের ব্রিজটি ছোট হওয়ায় নতুন একটি প্রায় ৪ কোটি টাকার ব্রিজ তৈরি হলেও চলাচলের রাস্তার পাশে অবৈধ স্থাপনা থাকার ফলে সেটারও কাজে আসছে না। বক্তারা অতি দ্রুত অবৈধ স্থাপনার উচ্ছেদের জোর দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন, শংকরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার ফয়জুর রহমান, সাধারন সম্পাদক এনামুল হক বাবলু, যুগ্ন সাধারন সম্পাদক লুৎফর রহমান, ফেরীঘাট বাজার কমিটির সভাপতি শহিদুল ইসলাম মিরু, মসজিদ কমিটির সভাপতি মিজানুর রহমান ধাবক, সাধারন সম্পাদক আসাদুল আল গালীব, সাংবাদিক মতিয়ার রহমান সহ এলাকাবাসী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *