ঝিনাইদহে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানি লিঃ(বিক্রয় ও বিতরণ বিভাগ, ওজোপাডিকো) নির্বাহী প্রকৌশলী মো: রাশেদুল ইসলাম চৌধুরির কাছে ওজোপাডিকোর সরকারি গাড়ি ব্যক্তিগত ব্যবহারের বিষয়ে বক্তব্য চাওয়ায় মধ্য রাতে সাংবাদিক মিরাজ জামান রাজের বাসার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে শহরের কাঞ্চনপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। মিরাজ জামান রাজ ঝিনাইদহ প্রেস ক্লাবের সদস্য ও স্থানীয় সাপ্তাহিক দুরন্ত প্রকাশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক।
এবিষয়ে মিরাজ জামান রাজ অভিযোগ করে বলেন, রাতে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলাম সে সময় ঝিনাইদহ বিদ্যুৎ বিভাগের একটি গাড়ি আমাকে চাপ দিলে আমি রাস্তার সাইডে পড়ে যায়। পরে গাড়িটি থামিয়ে চালকের কাছে এভাবে গাড়ি চালাচ্ছেন কেন জানতে চাইলে তিনি বলেন, আমাদের স্যারের মেয়ের শিক্ষককে তার বাড়িতে নামিয়ে দিতে এসেছিলাম। স্যার দ্রুত অফিসে ফিরে যেতে বলেছেন এজন্য একটু তাড়াহুড়া করে গাড়ি চালাচ্ছি। পরে আমি ঝিনাইদহ ওজোপাডিকো’র নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরির ফোনে কল করে জানতে চেয়েছিলাম সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করা যায় কিনা। তখন তিনি আমার সাথে ফোনে খারাপ ব্যবহার করেন আর বলেন, আপনাদের কত সিনিয়র সাংবাদিক এখানে এসে ফিরে গেছে যা পারেন করেন। পরে রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে আমার বাসার বিদ্যুৎ সংযোগ কেটে দিয়ে যায় । সে সময় আমি লাইন ম্যান এর কাছে ফোন দিলে লাইন ম্যান আমাকে জানায়, আপনার বিদ্যুতের লাইন না লাগিয়ে দেওয়ার জন্য নির্দেশনা রয়েছে। মিরাজ আরো বলেন, বাড়িতে ডিজিটাল মিটার লাগানো এছাড়া কোন প্রকার নোটিশ না দিয়ে ব্যক্তিগত ক্ষোভের বশবর্তী হয়ে মধ্যরাতে এভাবে বিদ্যুৎ লাইন কেটে দেওয়া প্রত্যক্ষ ক্ষমতার অপব্যবহার বলে মনে করছি। বিদ্যুৎ একটি অপরিহার্য বিষয়, বাসায় বিদ্যুৎতের জন্য পানিও নেই। একজন সরকারি কর্মকর্তার এহেন স্বেচ্ছাচারীমূলক কাজে চরম ভোগান্তি হচ্ছে আমাদের।
জানা যায় শুক্রবার বিকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি ও অন্যান্য গণমাধ্যমকর্মীদের হস্তক্ষেপের পর মিরাজ জামান রাজের বাসার বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হয়েছে।
এ বিষয়ে ঝিনাইদহ ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরির সাথে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি কিছু বলবো না, আমাকে ফোন দিয়ে কি লাভ? আপনারা মিরাজের কাছ থেকে শোনেন। তবে তিনি এবিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।