ঝিনাইদহে করোনাকালীন পরিস্থিতে ঋণ আদায় স্থগিত করতে জেলা প্রশাসনের তরফ থেকে ক্ষুদ্র ঋণ পরিচালনাকারী এনজিও প্রতিষ্ঠানকে অনুরোধ করা হয়েছে।
বৃহঃস্পতিবার (২৪ জুন) ঝিনাইদহ জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সেলিম রেজা পিএএ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
করোনা পরিস্থিতি মহামারি আকার ধারণ করায় ঝিনাইদহ জেলা প্রশাসন মাসিক জেলা এনজিও সমন্বয় সভা জুন-২০২১ স্থগিত করেছে।
সেই সাথে প্রান্তিক জনসাধারণের কথা বিবেচনা করে যে সকল এনজিও এর ক্রেডিট প্রোগ্রাম চালু রয়েছে তাদেরকে ঋণ আদায় কার্যক্রম আপাতত স্থগিত রাখার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে।