ঝিনাইদহে গনটিকা কর্মসূচি পালিত, ২য় ডোজের টিকা প্রদান

 

ঝিনাইদহে গনটিকা কর্মসূচির আওতায় করোনা ভাইরাসের ২য় ডোজের টিকা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার  (২৮ অক্টোবর)  ঝিনাইদহ সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে গনটিকা কর্মসূচির অংশ হিসাবে করোনা ভাইরাস এর গনটিকা প্রদান করা হয।

গনটিকা কর্মসূচিতে ঝিনাইদহ সদর উপজেলার ১৭ টি ইউনিয়নে সর্বসাধারণের মধ্যে করোনা ভাইরাস এর দ্বিতীয় ডোজ টিকা প্রদান করা হয়।

ঝিনাইদহ সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (টিএসও) জনাব মোঃ শামীম কবির মর্নিং নিউজ বিডি কে বলেন আজ ঝিনাইদহ সদর উপজেলার ১৭ টি ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে পরিচালিত টিকাদান ক্যাম্পেইন এ সর্বমোট ২৫,১১৫ জনকে করোনা ভাইরাস এর টিকার দ্বিতীয় ডোজ প্রদান করা হয়। প্রদানকৃত টিকার মধ্যে পুরুষ-১২,২৭৮ জন এবং মহিলা ১২,৮৩৭ জন।

তিনি আরও বলেন ঝিনাইদহ সদর উপজেলার সকল টিকাদান কেন্দ্রে রোভার স্কাউট ও যুব রেড ক্রিসেন্ট সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে সার্বিক সহযোগিতা প্রদান করেছে। ভবিষ্যতে এ ধরনের টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *