ঝিনাইদহে চারটি সংসদীয় আসনের তিনটিতে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। সংসদীয় আসনগুলো হলো ৮১(ঝিনাইদহ-১), ৮২(ঝিনাইদহ-২), ৮৩(ঝিনাইদহ-৩), ৮৪(ঝিনাইদহ-৪)। রবিবার সকাল ৮টা থেকে চারটি আসনের ৫৮৫টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টায়। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রগুলোতে। শুরুর দিকে ভোটারদের তেমন উপস্থিতি না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তুলনামূলকভাবে বাড়তে থাকে।
সংসদীয় আসন-৮১, ঝিনাইদহ-১ আসনে ৯৪৩৭৯ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল ট্রাক প্রতীকে পেয়েছেন ৮০৫৪৭ভোট। এ আসনে মোট ভোটার ৩০৬৩৩৬, মোট ভোটকেন্দ্র ১১৭টি, সর্বমোট প্রদত্ত ভোট ১৭৮৪৯৩টি, বাতিলকৃত ভোট ২৬১৫টি, বৈধ ভোট ১৭৫৮৭৮টি, প্রদত্ত ভোটের শতকরা হার ৫৮.২৭শতাংশ।
সংসদীয় আসন-৮২, ঝিনাইদহ-২ আসনে ১৩৬৭৭৮ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী মোঃ নাসের শাহরিয়ার মহুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে পেয়েছেন ১১৬২০৭ভোট। এ আসনে মোট ভোটার ৪৭৬৩০০, মোট ভোটকেন্দ্র ১৮৫টি, সর্বমোট প্রদত্ত ভোট ২৬৩৬৯১টি, বাতিলকৃত ভোট ৭০১৪টি, বৈধ ভোট ২৫৬৬৭৭টি, প্রদত্ত ভোটের শতকরা হার ৫৫.৩৬শতাংশ।
সংসদীয় আসন-৮৩, ঝিনাইদহ-৩ আসনে ৮৩০১৫ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ সালাহ উদ্দিন মিয়াজী । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোঃ শফিকুল আজম খাঁন ট্রাক প্রতীকে পেয়েছেন ৬৪৯০৯ভোট। এ আসনে মোট ভোটার ৪০৩২২৪, মোট ভোটকেন্দ্র ১৬৬টি, সর্বমোট প্রদত্ত ভোট ১৫৬৫৫৯টি, বাতিলকৃত ভোট ৫৮৯০টি, বৈধ ভোট ১৫০৬৬৯টি, প্রদত্ত ভোটের শতকরা হার ৩৮.৮৩শতাংশ।
সংসদীয় আসন-৮৪, ঝিনাইদহ-৪ আসনে ৯৫৯০৭ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ আনোয়ারুল আজিম (আনার)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুর রশিদ খোকন ট্রাক প্রতীকে পেয়েছেন ৫৭১৯৪ভোট। এ আসনে মোট ভোটার ৩১৫৬২০, মোট ভোটকেন্দ্র ১১৭টি, সর্বমোট প্রদত্ত ভোট ১৬১৬১৯টি, বাতিলকৃত ভোট ৬১৮৯টি, বৈধ ভোট ১৫৫৪৩০টি, প্রদত্ত ভোটের শতকরা হার ৫১.২১শতাংশ।
ঝিনাইদহ জেলার চারটি সংসদীয় আসনে মোট ভোটার ১৫০১৪৮০জন। মোট ৫৮৫টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট প্রদত্ত ভোট ৭৬০৩৬২টি যা মোট ভোটের ৫০.৬৪শতাংশ।বাতিলকৃত ভোট ২১৭০৮টি যা মোট প্রদত্ত ভোটের ২.৮৫শতাংশ।
রবিবার রাতে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে ঝিনাইদহ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা এস.এম. রফিকুল ইসলাম এসকল তথ্য নিশ্চিত করেন।