ঝিনাইদহে মাটিতে পুতে রাখা অবস্থায় একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে যৌথবাহিনী। এর আগে সকাল থেকে বিস্ফোরক থাকতে পারে এমন সন্দেহে একটি মেহগনি বাগান ঘিরে রাখে যৌথবাহিনীর সদস্যরা। সোমবার সকাল থেকে ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের কোরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি বাগানে অবস্থান গ্রহণ করে যৌথবাহিনী। খবর পেয়ে বিকাল ৫ টার দিকে যশোর সেনানিবাস থেকে বোমা নিস্ক্রিয়করণ ইউনিটের একটি দল ঘটনাস্থলে পৌছায়। এরপর অভিযান চালিয়ে মাটিতে পুতে রাখা আর জে এফ এম-৩৬ মডেলের শক্তিশালি হ্যান্ড গ্রেনেডটি উদ্ধার করে। উদ্ধার গ্রেনেডটি অনেক বছর আগে পুতে রাখা বলে ধারনা করা হচ্ছে। সবশেষে সন্ধ্যায় নিরাপদে বিস্ফোরণ ঘটিয়ে নিস্ক্রিয় করেছে যশোর সেনানিবাস থেকে আগত বাংলাদেশ সেনাবাহিনীর বোমা নিস্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা।
স্থানীয় বাসিন্দারা বলছেন, সদর উপজেলার পাগলা কানাই ইউনিয়নের কোরাপাড়া গ্রামের মিরাজুলের মেহগনি বাগানে বিস্ফোরকদ্রব্য রয়েছে এমন খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল অভিযান চালায়। সেখানে বিস্ফোরক থাকার বিষয়টি নিশ্চিত হয় ওই দলটি। এরপর যশোর সেনানিবাসে সংবাদ দিলে বিকাল ৫ টার দিকে বোমা নিস্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সন্ধ্যায় নিরাপদ দূরত্বে বিস্ফোরণ ঘটিয়ে তা নিস্ক্রিয় করেছে তারা।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনা নিশ্চিত করে জানিয়েছেন, সেনাবাহিনীর পক্ষ থেকে সংবাদ পাওয়ার পর যৌথ বাহিনী সেখানে অবস্থান নেয়। বিকালে সেনাবাহিনীর বোমা নিস্ক্রিয়করণ ইউনিটের একটি দল সেখানে পৌছে গ্রেনেড উদ্ধার করে এবং নিরাপদে বিস্ফোরণ ঘটিয়ে নিস্ক্রিয় করেছে।
ঝিনাইদহ সেনা ক্যাম্পের লে. কর্নেল মাকসুদুল আলম জানান, আমাদের কাছে আগেই সংবাদ ছিল সেখানে বিস্ফোরক পুতে রাখা হয়েছে। আজ সেখানে অভিযান চালিয়ে গ্রেনেড উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত গ্রেনেডটি নিরাপদে বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে এটা কত আগের বা কারা সেখানে পুতে রেখেছিল তা আমরা আপাতত বলতে পারছি না।