বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নব-নির্বাচিত নেতৃবৃন্দের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ঝিনাইদহ জেলা যুবদল আনন্দ মিছিল করেছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে শহরের গীতাঞ্জলি সড়কে এ মিছিল করেন নেতাকর্মীরা। পরে সড়কের পাশেই সংক্ষিপ্ত সমাবেশ করেন।
ঝিনাইদহ -২ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম মসিউর রহমানের পুত্র ও কেন্দ্রীয় ড্যাব সদস্য ডাঃ ইব্রাহিম রহমান বাবুর নির্দেশনায় ঝিনাইদহ জেলা যুবদলের সহ-সভাপতি ইনসান আলীর নেতৃত্বে জেলা যুবদলের মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের অর্থ সম্পাদক আসলাম, জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক উজ্জল, জেলা যুবদলের সহ-আইন বিষয়ক সম্পাদক সালেহ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মতিন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রিপন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আলম ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলির অন্যতম সদস্য, ঝিনাইদহ ২ আসনে সাবেক সংসদ সদস্য মরহুম মসিউর রহমানের ছেলে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও সহ-সাংগঠনিক সম্পাদক শোয়েব রহমান বাপ্পি সহ প্রমুখ।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ বক্তারা যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নব নির্বাচিত সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক কামারুজ্জামান জুয়েল সহ সকল সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, ফ্যাসিস্ট সরকারের কবল থেকে এদেশের যুবদল কর্মীরা গণতন্ত্রকে মুক্ত করতে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে। যুবদলের নতুন কমিটির নেতৃত্বে দেশনেত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন আরো বেগবান হবে। তারা আরও বলেন, গ্রেপ্তার, মামলা, হামলা দিয়ে দমিয়ে রাখা যাবে না। নতুন কমিটি গঠন করায় যুবদলের প্রত্যেকটি কমিটি আরও শক্তিশালী হবে।