ঝিনাইদহ শহরের পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা ফেরাতে প্রচন্ড ব্যস্ত সময় পার করছে সাধারণ শিক্ষার্থীরা। তাদের সাথে যোগ দিয়েছে বিএনসিসি ও স্কাউটস সদস্যরা। বৃহস্পতিবার সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় এ পরিচ্ছন্নতা কার্যক্রম ছিলো চোখে পড়ার মতো। ঝিনাইদহ সদর হাসপাতাল, বাস টার্মিনাল সহ গুরুত্বপূর্ণ স্থানে শতাধিক শিক্ষার্থী পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে। এর পাশাপাশি বিএনসিসি, স্কাউটস সহ স্বেচ্ছাসেবী সংগঠনগুলো শহরের যানজট নিরসনে কাজ করতে দেখা গেছে।
ঝিনাইদহ সদর হাসপাতালের প্রবেশ মুখ, জরুরী বিভাগ, এবং অন্যান্য স্থানের আগাছা ও ময়লা আবর্জনা পরিস্কার করেছে তারা। এসময় হাসপাতালের প্রতিটি ওয়ার্ড ও ড্রেনগুলো পরিস্কার করতে দেখা যায়।
শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, সপ্তাহব্যাপী তাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে এবং পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি হাসপাতালে সেবা নিতে আসা মানুষদের নানাবিধভাবে সহায়তা, সারিবদ্ধ ও সুশৃঙ্খলভাবে সেবা গ্রহণে সহায়তা অব্যাহত থাকবে। সেইসাথে শহরের বিভিন্ন সড়কে শৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনে বিএনসিসি, স্কাউটস নিরলসভাবে কাজ করে যাবে।