ঝিনাইদহ-১ আসনের উপ-নির্বাচনে মনোনয়ন জমা দিলেন নজরুল ইসলাম দুলাল

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল। শুক্রবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন দুপুর ১২টার দিকে নজরুল ইসলাম জেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার মনোনয়ন পত্র জমা দেন। এসময় তার সাথে উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমার শেষদিন পর্যন্ত তিনি সহ চারজন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন। অপর তিনজন প্রার্থী হলেন, জেলা আওয়ামীলীগের সদস্য ও আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতিকের প্রার্থী নায়েব আলী জোয়ার্দার এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের আব্দুল আলিম নিজামী ও নজরুল ইসলাম দুলালের সহধর্মিণী স্বতন্ত্র প্রার্থী মুনিয়া আফরিন।

মনোনয়ন জমা দিয়ে নজরুল ইসলাম দুলাল বলেন, এলাকার মানুষের চাওয়ার প্রেক্ষিতে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছি। আমার প্রতি এলাকার মানুষের ভালবাসা দেখে এ মনোনয়ন জমা দিলাম।

চলতি বছরের ৭জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে এ আসনে প্রতিদ্বন্দিতা করেছিলেন নজরুল ইসলাম(দুলাল)। নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী আব্দুল হাই এর কাছে পরাজিত হন। আব্দুল হাই ৯৪হাজার ৩৭৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দী হিসাবে নজরুল ইসলাম পেয়েছিলেন ৮০হাজার ৫৪৭ভোট। এরপর ভোটের ফলাফল গণনায় অনিয়ম এবং ফলাফল স্থগিত চেয়ে হাই কোর্টে রিট আবেদন করেছিলেন নজরুল ইসলাম দুলাল। পরে সংসদ সদস্য আব্দুল হাই অসুস্থ্যজনিত কারনে মারা যান। ফলে আসনটি শুন্য হয়ে পড়ে। পরে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। ওই মামলায়  ৬মে ঘোষিত উপ-নির্বাচন স্থগিত করে হাইকোর্ট। দুইদিন পর ৮মে আদেশ স্থগিত করে আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে ওই দিনই পুণ:তফসিল ঘোষণা করা হয়। সেই তফসিলে শুধু মনোনয়ন জমাদানের সময় দুই দিন বৃদ্ধি করা হয়। সে অনুসারে শুক্রবার মনোনয়ন জমাদানের শেষ দিন ছিল। তফসিল অনুযায়ি আগামি ৫জুন এ আসনে ভোটগ্রহনে আর বাধা থাকছে না।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *