চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় রবিবার (১৪ জুন) সকাল ১১টার দিকে টমটম থেকে ছিটকে পড়ে আনারুল ইসলাম (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
উপজেলার হোগলডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আনারুল ইসলাম হোগলডাঙ্গা গ্রামের হানেফ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মাছ বিক্রির জন্য টমটমে করে বাজারে যাচ্ছিলেন আনারুল। পথে গ্রামের মোড়ে পৌঁছলে টমটমের পেছনের চাকা খুলে যায়। এতে টমটম থেকে মাছের ড্রামসহ তিনি ছিটকে পড়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন । তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন।