চট্টগ্রাম মিরসরাইয়ে সব্জিবাহী একটি ট্রাককে পিকআপের (মিনি ট্রাক) ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।
শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত ১টার দিকে মিরসরাই উপজেলার নিজামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পিকআপের চালক শফিউল ইসলাম (৩২) ও চালকের সহকারী লিটন (৩৮)।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী জানান, সব্জি বোঝাই ট্রাককে পেছন দিক থেকে একটি পিকআপ ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পরে কুমিরা ফায়ার স্টেশন থেকে দুটি গাড়ি উদ্ধার কাজে অংশ নেয়।
কুমিরা হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোক্কামেল হোসেন বলেন, ঘটনাস্থলেই চালকের হেল্পার মারা যান। আর হাসপাতালে নেওয়ার পথে চালকও মারা যান।
দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি জব্দ করার কথাও জানান এই উপ-পরিদর্শক।