চট্টগ্রাম মহানগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটর সাইকেল আরোহী এক যুবতী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটর সাইকেল চালক গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।
সোমবার (১৬ জুন) রাত সাড়ে ১১ টার দিকে আখতারুজ্জামান ফ্লাইওভারের জিইসি অংশের লুপে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে রাতের টহলে দায়িত্ব পালনরত পাঁচলাইশ থানার পুলিশ সদস্য কনস্টেবল সালাউদ্দিন জানান, সোমবার রাত ১১টার দিকে আখতারুজ্জামান ফ্লাইওভারের ওই লুপ দিয়ে জিইসি মোড়ের দিকে নামার সময় পেছন থেকে ‘ঢাকা মেট্রো-ট-১৪-৮২১৬’ নম্বরের একটি ট্রাক মোটর সাইকেলকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান মোটর সাইকেলে আরোহন করা যুবতী। পাশাপাশি মোটর সাইকেল চালক ছিটকে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়।
আরও পড়ুন: ভর্তি নেয়নি কোন হাসপাতাল; বিনা চিকিৎসায় মারা গেলো চার বছরের শিশু
নিহত ওই যুবতী জিইসি মোড় এলাকার মোবাইল অপারেটর রবি অ্যাজিয়াটা কোং এর কাস্টমার কেয়ার সার্ভিসে কর্মরত ছিলেন এবং তিনি ইসলামিয়া কলেজের ছাত্রী বলে জানা যায়।
এ ঘটনায় ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে চালককে আটক করা গেছে কিনা তা জানা যায়নি।