ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত


চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মিনিট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (২১ জুন) সন্ধ্যায় রাজঘাটা টংকাবতি ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় মৃত্যুবরণ করা জৌতিব জলদাস (৩৪) উত্তর আমিরাবাদ জলদাস পাড়ার স্বপন জলদাসের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আতাউর রহমান জানান, যাত্রীবাহী একটি বাস যাত্রী নামানোর সময় বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে আরোহন করা জৌতিব পড়ে গেলে পেছন থেকে আসা একটি মিনিট্রাক জৌতিবকে চাপা দেয়। গুরতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।