চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে।
র্যাবসূত্র জানায়, বৃহস্পতিবার (১১ জুন) সকালে বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে। তবে নিহত ডাকাতের পরিচয় মেলেনি।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন মর্নিং নিউজ বিডিকে বলেন, বৃহস্পতিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকায় র্যাব অভিযানে যায়। সেখানে ডাকাত দলের সদস্যরা র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে ডাকাত দলের এক সদস্যের মৃত্যু হয়।
ঘটনাস্থল থেকে র্যাব সদস্যরা নিহত ডাকাতের মরদেহসহ দুইটি অস্ত্র, আট রাউন্ড গুলি ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে বলে জানাb র্যাব সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান।