মোল্লাহাটে ঢাকা-ফেরত ৫০ বছর বয়সী এক ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। বুধবার বিকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিপ্লব কান্তি বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে মোল্লাহাট উপজেলায় মোট ৩ জন করোনা রোগী শনাক্ত হলো। এর মধ্যে একজন নারী ও ২ জন পুরুষ।
তিনি বলেন, করোনা-আক্রান্ত ব্যক্তি ঢাকায় সিকিউরিটি গার্ডে চাকরি করেন। ইদের দুই দিন আগে করোনা উপসর্গ নিয়ে তিনি উপজেলার কুলিয়া গ্রামের নিজ বাড়িতে আসেন। পরে গত ৩০ মে তার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ বুধবার বিকালে তার পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। ওই রোগীকে আইসোলেশনে রাখা হয়েছে।
এদিকে, করোনা-আক্রান্ত ব্যক্তির বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। বুধবার রাতে সহকারী কমিশনার (ভুমি) অনিন্দ্য মণ্ডল ওই করোনা-আক্রান্ত ব্যক্তির বাড়িতে উপস্থিত হয়ে এ লকডাউন ঘোষণা করেন।
এছাড়া আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা অপর ব্যক্তিদের নমুনা আগামীকাল সংগ্রহ করা হবে বলেও জানান ওই স্বাস্থ্য কর্মকর্তা।