দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২৮ জন করোনাভাইরাসে মারা গেছেন বলে রবিবার জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া নতুন করে আরও ১৫৩২ জনের শরীরে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
রবিবার দুপুরে অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, একদিনে সুস্থ হয়েছেন ৪১৫ জন। মোট সুস্থ হয়েছেন ৬৯০১ জন।