দেশে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৩১৮৭, মৃত্যু ৩৭

1

দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ১ হাজার ৪৯ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৮৭ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ৫২ জন।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৭৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৩ হাজার ১৮৭ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ৫২ জন। গত ২৪ ঘণ্টায় ৩৭ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ১ হাজার ৪৯ জনের মৃত্যু হয়েছে।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৮৪৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৬ হাজার ৭৪৭ জন।

আরও পড়ুন: পূর্ণ লকডাউনের সুপারিশ জাতীয় কমিটির

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৭৩ লাখ ৫৭ হাজার ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪ লাখ ১৩ হাজার ১২৬ জন। বিপরীতে সেরে উঠেছেন ৩৭ লাখ ৮৮ হাজার ৮৬৫ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৪৯ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৭৮ হাজার ৫২ জন।

Spread the love

অনলাইন ডেস্ক

One thought on “দেশে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৩১৮৭, মৃত্যু ৩৭

Leave a Reply

Your email address will not be published.

Next Post

বিধি নিষেধের তোয়াক্কা করছে না খুলনায়  

বৃহঃ জুন ১১ , ২০২০
আকাশ ইসলামঃ করোনা ভাইসার সংক্রমণ ও মৃত্যুর হার বৃদ্ধি পাওয়ায় খুলনায় ১১ থেকে ২৫ জুন দোকানপাট, যানবাহন ও চলাচলের ওপর বিধি নিষেধ জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল ৭টা থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা চলবে ২৫ জুন পর্যন্ত। বৃহস্পতিবার সকাল থেকে খুলনা মহানগরীর  বিভিন্ন এলাকায় দেখা গেছে বিধি নিষেধের […]