২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার (৩ জুন) সকালে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে কলেজ কর্তৃপক্ষ।
কলেজের নিজস্ব ওয়েবসাইট সূত্রে জানা যায়, বিগত ২ জুন ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করলেও শিক্ষাবোর্ডের নির্দেশনা অনুযায়ী আজ তা স্থগিত করা হয়েছে। করোনা ভাইরাসের উদ্ভুত পরিস্থিতির কারণে আজ সকালে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মহোদয় টেলিফোনে নটর ডেম কলেজকে তাদের ভর্তি কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা দেন। পরিস্থিতি স্বাভাবিক হলে চেয়ারম্যান মহোদয় লিখিত পত্রের মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য ১৫ দিন সময় দিবেন বলে জানা গেছে।
এবছর নটর ডেম কলেজ তাদের নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রম পরিচালনা করবে, তবে এবার থাকছে না ভর্তি পরিক্ষা।
উল্লেখ্য হলিক্রস কলেজ, সেন্ট জোসেফ কলেজ ও সেন্ট গ্রেগরি কলেজকেও একই নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানা গেছে।