চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে তৈরি হয়েছে নমুনা-জট; যার পরিপ্রেক্ষিতে ফলাফল পেতে কালক্ষেপণ হচ্ছে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, নগরের বিভিন্ন হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে প্রতিদিন ৩৫০ থেকে ৪০০ নমুনা আসে। এর মধ্যে শুধু চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ফ্লু কর্ণার থেকে যোগ হয় প্রায় ২০০ নমুনা। তবে ল্যাবে প্রতিদিন ২৮০-৩০০ এর বেশি নমুনা পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। ফলে এখন পর্যন্ত ৭০০ থেকে ৮০০ নমুনা জমা হয়ে আছে ল্যাবে।
এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আবুল কালাম জানান, আমাদের ল্যাবে দুই থেকে তিন দিনের নমুনা জমা হয়ে থাকার কারণে নমুনা-জট সৃষ্টি হয়েছে। গত ২৯ তারিখের নমুনা আজ (১ জুন) পরীক্ষা করা হচ্ছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)-এর অধ্যক্ষ অধ্যাপক ডা. শামীম হাসান বলেন, আমাদের ল্যাবে যে নমুনা-জট রয়েছে তা খুবই সামান্য। বিআইটিআইডিতে কয়েকদিন নমুনা পরীক্ষা বন্ধ থাকার কারণে আমাদের ল্যাবে চাপ বেড়েছে।
তিনি আরও বলেন, প্রতিদিন আমাদের সামর্থ্যের বাইরে গিয়ে ২০ থেকে ৩০টি নমুনা বেশি পরীক্ষা করছি। আশা করছি, বিআইটিআইডি ল্যাব আবার চালু হওয়ামাত্রই নমুনা-জট কমে যাবে।