নাটোরের লালপুরে লক্ষীপুর বালু ঘাট এলাকায় পদ্মা নদীতে নৌকা ডুবিতে নিখোঁজ ২ জনের এখনো সন্ধান মেলেনি।
রবিবার ২১ জুন বিকেল চারটার দিকে তারা চরের জমিতে চিনা বাদাম তুলে ফেরার পথে নৌকা ডুবিতে নিখোঁজ হয়েছেন তারা।
নিখোঁজ ২ জন কৃষক হচ্ছেন উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের আতব্বরের ছেলে সেলিম ও ছইমুদ্দিনের ছেলে পুতিন।
এঘটনায় স্থানীয় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও রাজশাহী থেকে আগত ডুবুরি দল উদ্ধার কাজে শুরু করে। প্রবল স্রোত আর রাত্রি হওয়ার কারণে গতকাল রাত সাড়ে সাতটার দিকে অভিযান স্থগিত ঘোষণা করা হয়। আজ সকালে আমার অভিযানে বের হন বিভিন্ন ফায়ার সার্ভিসের কর্মীরা। কিন্তু বৃষ্টি আর পর্দার স্রোতে কাজ বিঘ্নিত হয়। বর্তমানে তারা অভিযান অব্যাহত রেখেছেন এবং তা পাকশী পর্যন্ত চলবে। পাকশী থেকে ফেরা পরে তারা অভিযান স্থগিত করবে কিনা এ নিয়ে সিদ্ধান্ত নেবে। এরমধ্যেই কৃষক দুইজনকে উদ্ধার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।