
নাটোরে ইয়াবা ও হেরোইনসহ আলমগীর মণ্ডল (৩৬) ও আব্দুল মতিন (২৪) নামে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার বিকেল চারটার দিকে ৪৪ পিস ইয়াবা ও ৫ গ্রাম হেরোইনসহ সদর উপজেলার হালসা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক মতিন গুরুদাসপুর উপজেলার আগপুরুলিয়া গ্রামের আব্দুল লতিফ মোল্লার ছেলে এবং আলমগীর একই উপজেলার ধানুরা পূর্বপাড়ার আব্দুল বারীর ছেলে। সিপিসি-২, নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি রাজিবুল আহসান জানান যে, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে র্যাবের একটি অপারেশন দল মঙ্গলবার বিকেল চারটার দিকে সদর উপজেলার হালসা এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় ইয়াবা সংরক্ষণ ও বিক্রয়কালে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ গ্রাম হেরোইনসহ মতিন এবং আলমগীরকে হাতেনাতে আটক করা হয়। সেইসঙ্গে তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও মাদক বিক্রয়ের পাঁচ হাজার একশত পঞ্চাশ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মতিন এবং আলমগীর জব্দকৃত ইয়াবা ট্যাবলেট ও হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়।