নাটোর জেলায় চলতি মৌসুমে আম আহরণের শুভ উদ্বোধন করেছেন জেলা প্রশাসক জনাব মো: শাহরিয়াজ। আজ সকালে নাটোর সদর উপজেলার কাফুরিয়া এলাকায় একটি আমবগানে এক অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করা হয়।
এ সময় এক আলোচনা অনুষ্ঠানে জেলা প্রশাসক মো: শাহরিয়াজ বাগান মালিক ও ব্যবসায়ীদের প্রতি উদাত্ত আহবান জানিয়ে বলেন, সঠিক সময়ে গাছ থেকে আহরণ করুন এবং কেমিক্যালমুক্ত আম বাজারজাত করুন। এমনিতেই আমরা এক দুর্যোগময় সময় পার করছি। একদিকে করোনভাইরাসের আক্রমণ অপরদিকে ঘূর্ণিঝড়। তাই এমতাবস্থায় আপনারা নিজেদের ও জনগণের দুর্ভোগ বাড়াবেন না।
কেমিক্যাল শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই ক্ষতিকর পদার্থ দিয়ে আম না পাকানোর নির্দেশনা দেন তিনি। বাগান-মালিক ও ব্যবসায়ীরা জেলা প্রশাসককে তাঁর নির্দেশনা মেনে চলার প্রতিশ্রুতি দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত কুমার সরকার, উপজেলা নির্বাহী অফিসার (নাটোর), উপজেলা কৃষি অফিসার ও কাফুড়িয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান।
এ বছর জেলায় পাঁচ হাজার ৫২০ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮০ হাজার মেট্রিক টন।