নাটোরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে রথের দড়ি টেনে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী জলি।
করোনা ভাইরাসের কারণে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে স্বল্প পরিসরে এই রথযাত্রা উৎসব পালন করা হয়। শহরের বঙ্গোজল মহল্লায় অবস্থিত আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) মন্দির প্রাঙ্গণে রথযাত্রা উদযাপন করা হয়। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস সহ আরো অনেকে।