নিম্ন আদালতের দুই বিচারক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আজ শনিবার আইনমন্ত্রী জানান, মুন্সীগঞ্জ জেলা আদালতে কর্মরত এক বিচারক ও নেত্রকোনায় কর্মরত আরেক বিচারকের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। মুন্সীগঞ্জ আদালতের এক কর্মচারীও আক্রান্ত হয়েছেন।’
মন্ত্রী নিজেই তাদের খবর রাখছেন উল্লেখ করে বলেন, ‘তাদের যথাযথ চিকিত্সার জন্য ব্যক্তিগতভাবে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছি। আমি তাদের খোঁজ রাখছি।’
আইনমন্ত্রী জানান, এছাড়াও হাইকোর্টের একজন বিচারক করোনা আক্রান্ত ছিলেন। সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হাইকোর্টের এই বিচারকের শারীরিক অবস্থার উন্নতির হচ্ছে। তিনি এখন ভালোর দিকে।