ভূমিতে আছড়ে পড়েই শক্তিক্ষয় করল নিসর্গ ৷ এবারের মতো ঘূর্ণিঝড়ের হাত থেকে বেঁচে গেল বাণিজ্যনগরী মুম্বই ৷
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ইতিমধ্যেই মুম্বইয়ের আকাশ পরিষ্কার হতে শুরু করেছে ৷ মুম্বই ও মহারাষ্ট্র জুড়ে ভারী বৃষ্টিপাত চলবে৷
সারা রাত মুম্বইয়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৷
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুয়ায়ী, মুম্বই-মহারাষ্ট্র জুড়ে কম-বেশি তাণ্ডব চালানোর পর শক্তিক্ষয় হয়ে ধীরে ধীরে দুর্বল হচ্ছে নিসর্গ৷
পূর্বাভাস অনুযায়ী, বিকেল ও সন্ধে গড়ালে নিসর্গের তেজ আরও কমবে ৷ তবে ভারী বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া চলবে মুম্বই ও মহারাষ্ট্র জুড়ে ৷
বুধবার দুপুর ঠিক আড়াইটে নাগাদ ভূমিভাগে আছড়ে পড়ে সাইক্লোন ‘নিসর্গ’ । মুম্বই-সহ গোটা মহারাষ্ট্র জুড়ে শুরু হয় প্রবল তাণ্ডবলীলা ।
আলিবাগ থেকে ৪০ কিলোমিটার এবং মুম্বই থেকে ৯৫ কিলোমিটার দূরে রায়গড়ে আছড়ে পড়ে প্রবল শক্তি নিয়ে । তবে মুম্বই-এ ঝড়ের প্রত্যক্ষ
প্রভাব পড়েনি । বাণিজ্যনগরীতে ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয়েছে প্রবল বৃষ্টি ।