দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৫(পূর্বধলা) আসনে নৌকা প্রতীক নিয়ে বেসরকারী ভাবে জয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। তিনি এ আসনে নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৭৯হাজার ৬৪৭ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কায় মাজহারুল ইসলাম সোহেল ফকির পেয়েছেন ২৭হাজার ২১৪ভোট।
উক্ত আসনে ৮১টি ভোট কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ২লক্ষ ৭০হাজার ৬শ’ ৯৯জন। ফলাফলে সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ১লক্ষ ১৬হাজার ৬শ’ ২৯, মোট বৈধ ভোটের সংখ্যা ১লক্ষ ১৫হাজার ৩০বাতিলকৃত ভোটের সংখ্যা ১হাজার ৫শ’ ৯৯।
রবিবার(৭জানুয়ারি) রাতে পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. খবিরুল আহসান এ ফলাফল ঘোষণা করেন।