নৌকার বিজয় মিছিলে যোগ হলো ৮৫, যশোর-১(শার্শা)

নৌকার বিজয় মিছিলে যোগ হয়েছে সংসদীয় আসন-৮৫, যশোর-১(শার্শা)। রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন-৮৫, যশোর-১ শার্শার নির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং উক্ত নির্বাচনে ভোটারের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। নির্বাচনে আংশ গ্রহণ করেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব শেখ আফিল উদ্দিন নৌকা প্রতীক নিয়ে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলো স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন ট্রাক প্রতীক এবং জাতীয় পার্টির আক্তারুজ্জামান লাঙ্গল প্রতীক নিয়ে।

নির্বাচনে ভোটারা ভোটদানের মাধ্যমে নৌকা প্রতীকের প্রার্থীকে জয়লাভ করান। তিনি মোট ১০৬০৩৮টি ভোট পেয়ে বিপুল ভোটে বেসরকারি ভাবে নির্বাচিত হন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে ১৯৪৭৮টি ভোট পান এবং লাঙ্গল প্রতীক প্রার্থী ১৯৩৭টি ভোট পান।

নির্বাচনে ভোটারদের অভিব্যাক্তি ছিলো আশানুরূপ এবং প্রার্থীদের মধ্যে নৌকা ও লাঙ্গল প্রতীকের প্রার্থী নির্বাচন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং ট্রাক প্রতীক প্রার্থী নির্বাচন আশানুরূপ হয়নি বলে নির্বাচন বয়কট করেন সকাল ১১টায়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *