লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থল বন্দরে পণ্যবাহী ট্রাক থেকে চাঁদা উত্তোলনের প্রতিবাদ করায় কয়েক জন চালককে মারধর করেছে স্থানীয় শ্রমিক নেতারা।
এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে রেখেছেন ট্রাক চালকরা।
বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে মারধর নয়, চাঁদা উত্তোলন নিয়ে স্থানীয় দুইটি গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, করোনা পরিস্থিতিতে সকল প্রকার চাঁদা আদায় বন্ধ থাকলেও বৃহস্পতিবার সকাল থেকে বুড়িমারী স্থল বন্দরের ট্রাক থামিয়ে জোর পূর্বক চাঁদা উত্তোলন করছেন স্থানীয় বুড়িমারী স্থলবন্দর ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের নেতারা। সন্ধ্যায় কয়েক জন চালক ওই চাঁদা উত্তোলনের প্রতিবাদ করলে এ সময় রবিউল ও সুমন নামে দুই ট্রাক চালককে মারধর করা হয়। এ ঘটনার প্রতিবাদে বাকি ট্রাক চালকরা বুড়িমারী স্থল বন্দর -ঢাকা সড়ক অবরোধ করেন।
পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত বলেন, কাউকে মারধর করা হয়নি। চাঁদা উত্তোলন নিয়ে স্থানীয় দুইটি শ্রমিক গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। যেই চাঁদা উত্তোলনের চেষ্টা করবেন তাকেই আইনের আওতায় আনা হবে।
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার পুরাতন আটোয়ারী এলাকায় ইসমাঈল হোসেনের জমিতে গাছের ডালপালা কাটাকে কেন্দ্র ওই এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা সামসুল হুদা নামে এক ব্যাক্তি ইসমাঈল হোসেন ও তার ছেলেদের উপর মিথ্যা হত্যা মামলা দায়ের করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ওই পরিবার। রবিবার (৯ আগষ্ট) দুপুরে জেলা রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে তারা এ সংবাদ সম্মেলন করেন। ভুক্তভোগী পরিবার […]
ঝিনাইদহে প্রতিপক্ষের ধাওয়া ও হামলায় ঝিনাইদহ সরকারী ভেটেরিনারি কলেজ ছাত্র সংসদের ভিপি সাইদুজ্জামান মুরাদসহ তিনজন নিহত হওয়ার ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। বুধবার দুপুরে নিহত ভিপি মুরাদের পিতা বদিউজ্জামান বিশ্বাস বাদী হয়ে ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে এই মামলা (ঝিসিআর ৬৮৫/২২) দায়ের করেন। মামলায় ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরানসহ ২০/২৫ জন নেতাকর্মীকে […]
আইসিডিডিআর,বি বিশ্বব্যাপী ছয়টি পরীক্ষাগারগুলির মধ্যে একটি হিসাবে নির্বাচিত হয়েছে কোভিড -১৯ ভ্যাকসিন পরীক্ষার্থীদের দ্বারা প্রাপ্ত প্রতিরোধক প্রতিক্রিয়াগুলি নির্ভরযোগ্যভাবে মূল্যায়ন ও তুলনা করার জন্য, এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত ২ অক্টোবরে জানানো হয়। কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ারডনেস ইনোভেশনস (সিইপিআই), একটি অলাভজনক সংস্থা, সম্ভাব্য কোভিড -১৯ ভ্যাকসিনের ডেটা মূল্যায়নের জন্য বৈশ্বিক পরীক্ষাগারগুলির মধ্যে নেটওয়ার্ক স্থাপন করেছে, যার […]