কৃষি বিভাগ থেকে সরবরাহকৃত বীজের কারণে ধান চিটা হয়ে যাওয়ায় দুই কৃষক সর্বশান্ত হয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগর গ্রামের চাষি দীপক চন্দ্র রায় (৩৭)। পাটগ্রাম কৃষি বিভাগে
ব্রি ধান ৮৪ জাতের বীজ নিয়ে পোনে-৫ বিঘা জমিতে ধান রোপণ করেন। একই গ্রামের কৃষক সফিয়ার রহমান (৪৫) ৫৪ শতাংশ
জমিতে লাগিয়েছেন একই জাতের ধান। ওই দুই চাষির সমস্ত জমির ধান চিটা হয়ে গেছে। জমির ধান চিটা হয়ে যাওয়ায় ওই দুই চাষি
সর্বশান্ত হয়ে পড়েছে।
ব্রি-৮৪ জাতের ধান একেবারে নতুন। নতুন জাতের ধান স্থানীয় মাটি কার্যকর কিনা তা পরীক্ষামূলক চাষ করে কৃষক পর্যায়ে
রোপনের জন্য বিতরণ করা প্রয়োজন ছিল। কিন্তু কৃষি বিভাগ তা না করে সরাসরি চাষি পর্যায়ে বিতরণ করেছেন। ৮৪ জাতের
ধানটি এখানকার মাটি ও আবহাওয়া উপযোগী ছিলনা। এছাড়া বালাই নাশক ঔষুধও ঠিকভাবে প্রয়োগ না করায় চাষিদের ধানে
চিটা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
ভুক্তভোগী চাষী দীপক চন্দ্র রায় বলেন, পাটগ্রাম কৃষি বিভাগের মাধ্যমে ৩৩ শতাংশ জমিতে ধান চাষের জন্য ব্রি-৮৪ জাতের ধান
বীজ পাই। কিন্তু ওই বীজ দিয়ে পোনে -৫ বিঘা জমিতে ওই জাতের ধান লাগানো গেছে। কিন্ত ফলানো সমস্ত ধান চিটা হয়ে গেছে।
তবে পাশের জমির অন্য জাতের ধানে ভাল ফলন হয়েছে। কৃষি বিভাগের কর্মকর্তাদের গাফিলতির কারনে ধানে চিটা হয়ে আমার
সর্বনাশ হয়েছে। অপর চাষিরও একই অভিযোগ।
তবে চাষিদের অভিযোগ অস্বীকার করে পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল গাফফার বলেন, আমাদের কোন গাফিলতি ছিলনা। ওই ধানের জাতটি ছিল একেবারে নতুন। বৈরি আবহাওয়া ও চাষিদের ত্রুটিপূর্ণ ব্যবস্থাপনার কারণে ধানের চিটা হয়েছে। কৃষকদের ক্ষতিপূরন পুসিয়ে দিতে প্রনোদনায় আওতায় নিয়ে আসার জন্য ব্যবস্থা নিচ্ছি।
চট্টগ্রামের বাঁশখালীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে গণধর্ষণ মামলার প্রধান আসামী নিহত হয়েছে। সোমবার (১৫ জুন) ভোরে উপজেলার জলদি মিঞার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে র্যাব সদস্যরা একটি অস্ত্র ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে বলে জানায় সংশ্লিষ্টসূত্র। র্যাব-৭ সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন জানান, সোমবার ভোরে বাঁশখালী জলদি মিঞার […]
ঝিনাইদহে মেহগনি বাগান থেকে রেক্সোনা খাতুন (৩৫) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধারের আগে রেক্সোনা বাড়ি থেকে নিখোঁজ হয়। বুধবার (২৯ জুলাই) সকালে সদর উপজেলার পুড়াবেতাই গ্রামের মেহগনি বাগান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। রেক্সোনা ওই গ্রামের নুর ইসলামের মেয়ে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার বলেন, মেহগনি গাছের বাগানে […]
নানাবিধ কর্মসূচীর মধ্য দিয়ে ঝিনাইদহে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে নানাবিধ আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় দিবসটি। ২৬ শে মার্চ ২০২২ শনিবার সকাল সাড়ে ৬টায় ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতি সৌধে বিভিন্ন সরকারি, বেসরকারি, সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য […]