পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শুক্রবার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এ তথ্য জানান।
তিনি বলেন, রফিকুল ইসলামের নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল। শুক্রবার দুপুরে পরীক্ষার ফলাফল পাওয়া যায়। এতে তার করোনা পজেটিভ আসে। তবে তিনি শারীরিকভাবে সুস্থ ও ভালো আছেন। তিনি সরকারি বাসভবনেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে, পাবনায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৮ জনে। তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: স্বেচ্ছা কোয়ারেন্টাইনে এমপি তন্ময়
জেলা সিভিল সার্জন মেহেদী ইকবাল জানান, আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ১০ জন সুস্থ হয়েছে স্বাভাবিক জীবনে ফিরেছেন। আক্রান্ত অধিকাংশ ব্যক্তিকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন পাঁচজন।