করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বগুড়ায় শুক্রবার সকালে এক মুক্তিযোদ্ধা মারা গেছেন।
মৃত মোফাজ্জল হোসেন (৭২) গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের লাঠিমার ঘোন গ্রামের বাসিন্দা এবং টিএমএসএসের উপদেষ্টা ।
তিনি স্ত্রী , এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
টিএমএসএসের উপ-নির্বাহী পরিচালক ডা. মতিউর রহমান জানান, মোফাজ্জল হোসেন জ্বর, শ্বাসকষ্ট নিয়ে বুধবার বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাপসাতালে ভর্তি হন। বৃহস্পতিবার রাতে তার নমুনা পরীক্ষায় পজিটিভ আসে।
এ নিয়ে সরকারি হিসাবে বগুড়ায় করোনায় তিনজনের মৃত্যু হলো।
মোফাজ্জল হোসেন ছাত্রলীগ নেতা থাকাকালে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। দেশ স্বাধীনের পর তিনি জাগপা প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের ঘনিষ্ঠ সহচর হিসেবে জাগপা ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা নির্বাচিত হন। এরপর তিনি বিএনপিতে যোগদানের পর জাতীয়তাবাদী কৃষকদলের রাজশাহী বিভাগীয় সাংগাঠনিক সম্পাদক, জিয়া পরিষদ বগুড়া জেলা শাখার সাবেক সভাপতিসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।