বর্ণবাদ একটি ভয়ঙ্কর বিষয়: মের্কেল

ফাইল ছবি

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল জর্জ ফ্লয়েডের মার্কিন পুলিশ হেফাজতে মৃত্যুর নিন্দা করে বলেন, বর্ণবাদ একটি ভয়ঙ্কর বিষয়!
জর্জ ফ্লয়েডের এই হত্যাকাণ্ড অত্যন্ত ভয়াবহ। বর্ণবাদের থেকে ভয়াবহ কিছু হতে পারে না। মার্কিন যুক্তরাষ্ট্রে সমাজব্যবস্থা অত্যন্ত
মেরুকৃত।

বৃহস্পতিবার (৪ জুন) জার্মানির জাতীয় সম্প্রচারক জেডডিএফ-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

 

দেশটিতে অস্থিরতা ছড়িয়ে দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার সম্পর্কে জানতে চাইলে মের্কেল তার
রাজনৈতিক রীতির  অত্যন্ত নিন্দা করেন। তিনি বলেন ট্রাম্প “জনগণকে একত্রিত করার পরিবর্তে আরও বিশৃঙ্খল করেছেন।

মের্কেল তার একলা চল নীতিরও সমালোচনা করে বলেন, তার এই নীতির ফলে ভূ-রাজনৈতিক অবস্থানে ট্রাম্প সবসময়ই আন্তর্জাতিকভাবে সমালোচিত।

২০১৬ সালে নির্বাচনে জয়ের পরে ট্রাম্পের কাছে একটি বার্তায় মের্কেল তার গণতান্ত্রিক মূল্যবোধের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। কিন্তু সাম্প্রতি সময়ে মের্কেল সরকার সেখান থেকে অনেক দূরে সরে এসেছেন।

মের্কেল মনে করেন, যেকোন ঘনিষ্ঠ সহযোগিতা অবশ্যই গণতন্ত্র, স্বাধীনতা, আইনের শাসনের প্রতি সম্মান এবং মানবীয় মর্যাদার ভিত্তিতে হওয়া উচিত বর্ণ, ধর্ম, লিঙ্গ, যৌনতা বা রাজনৈতিক বিশ্বাস নির্বিশেষে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *