কক্সবাজারের রামু বাঁকখালী নদীতে বানের ভাসমান পানিতে অজ্ঞাত মহিলার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৯টার দিকে রামুর কচ্ছপিয়া ইউনিয়নের বাঁকখালী নদীতে স্থানীয় লোকজন মৃতদেহটি দেখতে পেয়ে পাশের গর্জনিয়া পুলিশ ফাঁড়িকে জানালে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
মৃত ভাসমান মহিলাটি পাগল বলে ধারণা স্থানীয়দের। অনেকে মহিলাটিকে বেশ কদিন আগে নাইক্ষ্যংছড়ি, গর্জনিয়া বাজার ও আশপাশের এলাকায় ঘোরাঘুরি করতে দেখেছেন। বয়স ২৫-২৮ বছর বস হতে পারে বলে জানায় স্থানীয় লোকজন।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সকাল ১০টার দিকে গর্জনিয়া ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। বন্যার পানিতে ডুবে মারা গেছে বলে ধারণা করছি।
তিনি আরও জানান, যাচাই-বাছাই করে পাগল এই মহিলার কোন ওয়ারিশ না পেয়ে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে বেওয়ারিশ মহিলার লাশ দাফন করা হয়েছে।
আরও পড়ুন: ‘পেকুয়ায় অস্ত্র নিয়ে রাতে দোকানে হামলা’ শীর্ষক সংবাদের বিরুদ্ধে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন